window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | RDCD Job Circular 2023

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | RDCD Job Circular 2023

Raaz Computer
By -
0


ল্লী উন্নয়ন ও সমবায় বিভাগী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

RDCD Job Circular: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান “ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন” এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগ ও প্যানজেলভূক্তির লক্ষ্যে ০৪ টি পদে মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া। যে সকল প্রার্থীরা চাকরি খুজছেন তাদের জন্য  এটি একটি বর্তমান চলমান চাকরির বিজ্ঞপ্তির মধ্যে এটি একটি। যে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী সে সকল প্রার্থীরা নিয়ামবলী শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেওয়া হলো:  


 পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পদের নাম ও পদ সংখ্যা :

পদের নাম ঃ আঞ্চলিক ব্যবস্থাপক
পদ সংখ্যা ঃ ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতকোত্তর / সমমান ডিগ্রি সহ দারিদ্র বিমোচন / ক্ষুদ্রঋন কর্মসূচীতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থার  ৮নং গ্রেডের (২৩,০০০ - ৫৫,৪৭০) পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক / সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে সর্বমোট- ৩৭,১৫০ টাকা বেতন পদে ৫ বৎসরের কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর তবে, বিভাগীয় প্রাথীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
বেতন স্কেল ঃ ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা।


পদের নাম ঃ মাঠ কর্মকর্তা
পদ সংখ্যা ঃ ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি। সরকারি আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি সংস্থার ঋন কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩৯ বছর।
বেতন স্কেল ঃ ১০,২০০ - ২৪,৬৮০ টাকা।



পদের নাম ঃ অফিস সহকারি - কাম - ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা ঃ ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরুপন পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর।
বেতন স্কেল ঃ ১০,২০০ - ২৪,৬৮০ টাকা।


পদের নাম ঃ মাঠ সংগঠক
পদ সংখ্যা ঃ ৯০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি। সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সমীমা ৩৯ বছর।
বেতন স্কেল ঃ ৯,৩০০ - ২২,৪৯০ টাকা।


আবেদনের শর্তাবলি ঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা ০১/১০/২০২৩ তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখ ২, ৩ ও ৪নং ক্রমিকের পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ বছর হতে হবে। কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন।

অনলাইনে আবেদন করার জন্য  sfdf.teletalk.com.bd  এই লিংকে প্রবেশ করুন।


আবেদন শুরুর তারিখ : ০৫ / ১০/ ২০২৩ খ্রি: সকাল- ১০.০০ টা হইতে
আবেদন শেষের তারিখ : ২৯ / ১০ / ২০২৩ খ্রি: তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

প্রতিনিয়ত চাকরির খবর পেতে  আমাদের ওয়েব সাইজ দেখতে পারেন : raazjobs.blogspot.com

পল্লী উন্নয়ন সমবায় সমিতির অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি :






Post a Comment

0Comments

Post a Comment (0)