window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | PGCL Job circular 2023

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | PGCL Job circular 2023

Raaz Computer
By -
0

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

PGCL Job circular 2023:  পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে সাম্প্রাতিক ২০২৩ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি মোট ৪ টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। যে সকল প্রার্থী আবেদন করতে আগ্রহী সে সকল প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসতে পারেন।


পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ও পদ সমূহ দেওয়া হলো :

পদের নাম ঃ  কম্পিউটার অপারেটর কাম-অফিস এসিসট্যান্ট
পদ সংখ্যা ঃ ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি সহসংশ্লিষ্ট বিষয়ে ৪ বৎসরের অভিজ্ঞতা। MS Office ও ইন্টারনেট পরিচালনায় ন্যূনতম ০৬ মাসের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল ঃ ১১,৩০০ - ২৭,৩০০/-


পদের নাম ঃ  টেকনিশিয়ান
পদ সংখ্যা ঃ ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কারিগরি বিষয়ে ডিপ্লোমা / অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল ঃ ১১,০০০ - ২৬,৫৯০/-


পদের নাম ঃ  মেডিকেল সহকারি
পদ সংখ্যা ঃ ১ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পাশ।
বেতন স্কেল ঃ ১১,০০০ - ২৬,৫৯০/-


পদের নাম ঃ  জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা ঃ ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ ৮ম শ্রেণি পাশ ও কারিগরি শিক্ষা বোর্ড / ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং (বিএমইটি) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ওয়েলডিং / অটোমোবাইল / প্লাম্বার / গ্যাস পাইপ লাইন সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৬ মাসের ট্রেড / সার্টিফিকেট কোর্স পাশ।
বেতন স্কেল ঃ ৯,৩০০ - ২২,৪৯০/-




পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে আবেদনের মাধ্যম ঃ

আবেদনের মাধ্যম ঃ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে আবেদন করতে নির্দিষ্ট সঠিক ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূন্ন করতে হবে। যে সকল প্রার্থী আগ্রহী সে সকল প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন শুরুর তারিখ : ১০ / ১০ /২০২৩ খ্রি: সকাল ১০.০০ টা।
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৩০ / ১০/ ২০২৩ খ্রি: বিকাল- ৫.০০ পর্যন্ত


আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন :





Post a Comment

0Comments

Post a Comment (0)