window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | wewb job circular 2023

ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | wewb job circular 2023

Raaz Computer
By -
0



ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | wewb job circular 2023


ওয়েজ আর্নাস কল্যান বোর্ড ২০২৩ সাম্প্রাতিক ২৭/০৯/২০২৩ খ্রিঃ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েজ আর্নাস কল্যাণের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৮টি  পদে, মোট ৪০ জনকে নিয়োগ করা হবে। বর্তমানে চলমান সরকারি বড় নিয়োগের মধ্যে এটি। যে সকল প্রার্থী সরকারি চাকরির প্রতি আগ্রহী সে সকল প্রার্থীদের জন্য একটি বড় অফার হতে পারে। যে সকল প্রার্থী সরকারি চাকরি করতে আগ্রহী বা আবেদন করতে আগ্রহী সে সকল প্রার্থী উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পড়ে আবেদন করতে পারেন।

ওয়েজ আর্নাস কল্যান বোর্ড  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 


ওয়েজ আর্নাস কল্যান বোর্ড বিজ্ঞপ্তির  বিস্তারিত পড়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক যে কোন কম্পিউটারের দোকান থেকে নির্দিষ্ট ওয়েব সাইট মারফাত সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা বেতন, শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতা এবং বেতন কোড সম্পর্কে  বিস্তারিত দেওয়া হলো :

পদের নাম ঃ আর্নাস পরিচালাক।
পদ সংখ্যা  ঃ ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ  (ক) প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী, অথবা (খ) অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী, অথবা (গ) অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন কোড ঃ ৯ম।


পদের নাম ঃ উপ-সহকারী পরিচালক।
পদ সংখ্যা  ঃ ০৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ  (ক) অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ - তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন কোড ঃ ১০ম।


পদের নাম ঃ হিসাবরক্ষক
পদ সংখ্যা  ঃ ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ  বাণিজ্য অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন কোড ঃ ১১তম।


পদের নাম ঃ অফিস সহকারী
পদ সংখ্যা  ঃ ১৯ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ  অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা- ২০ শব্দ ও ইংরেজিতে ২০টি  শব্দ।
বেতন কোড ঃ ১৩তম।


পদের নাম ঃ ষ্টোর কিপার।
পদ সংখ্যা  ঃ ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ  অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ - তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা।
বেতন কোড ঃ ১৩তম।


পদের নাম ঃ ক্যাশিয়ার
পদ সংখ্যা  ঃ ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ বাণিজ্যে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপি এ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় পারদর্শিত।
বেতন কোড ঃ ১৩তম।


পদের নাম ঃ ড্রাইভার
পদ সংখ্যা  ঃ ০৪ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গাড়ী চালনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর যন্ত্রাংশ সম্পর্কে উপযুক্ত জ্ঞান এবং গাড়ীর ত্রুটি নিরূপণ, মেরামত ও পুন: স্থাপন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং গাড়ী চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।
 বেতন কোড ঃ ১৬তম।


পদের নাম ঃ অফিস সহায়ক
পদ সংখ্যা  ঃ ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঃ  অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ - তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা।
বেতন কোড ঃ ১৬তম।


প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে  : raazjobs.blogspot.com এই সাইটে ভিজিট করুন।

আবেদনের শর্তাবলী ঃ

সকল জেলা ঃ  ১,২ ও ৬ পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই ঃ 
৩নং পদের ক্ষেত্রে জামালপুর, কুমিল্লা, নাটোর, দিনাজপুর ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলা আবেনদ করতে পারবেন।

যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই ঃ 
৪নং পদের ক্ষেত্রে গাজীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন।

যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই ঃ 
৫নং পদের ক্ষেত্রে মানিকগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই ঃ 
৭নং পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদাহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই ঃ 
৮নং পদের ক্ষেত্রে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পাবেন।

এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঃ
৩, ৪, ৫ ও ৮নং পদের ক্ষেত্রে েএতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


আবেদনের বয়সসীমা ঃ
ওয়েজ আর্নাস কল্যান বোর্ড  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী ১২ / ১০ / ২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৮ - ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র - কন্যা / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র -  কন্যার, পুত্র - কন্যাগণের ক্ষেত্রে বয়স ৩০ বছর পর্যন্ত। বিভাগী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।

অনলাইনে আবেদন শুরু তারিখ ঃ ১২ / ১০ / ২০২৩ খ্রিঃ সকাল- ১০.০০ টা থেকে
অনলাইনে আবেদনের শেষ তারিখ ঃ ০১ / ১১ / ২০২৩ খ্রিঃ বিকাল- ৫.০০ টা পর্যন্ত।


আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার জন্য : wewb.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে পারেন।

আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ঃ












Post a Comment

0Comments

Post a Comment (0)