window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); ভূমি মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | minland Job Circular 2023

ভূমি মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | minland Job Circular 2023

Raaz Computer
By -
0


ভূমি মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় সাম্প্রাতিক ২৫ /০৯ /২০২৩ খ্রিঃ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার স্মারক নং- ৩১.০০.০০০০.০৩৫.১১.০০১.১১(অংশ-৩)- ১২৮৯। ভূমি মন্ত্রণালয় মোট ৩টি পদে মোট- ১৪ জনকে নিয়োগ দেওয়া। সে সকল প্রার্থী সরকারি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতে আগ্রহী সে সকল প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পড়তে পারেন। নিচে ভূমি মন্ত্রণালয়ের পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ঃ

ভূমি মন্ত্রণালয়ের পদ ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নিচে দেওয়া হলো ঃ


পদের নাম ঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা ঃ 0১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা ঃ বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন ঃ ১১,000 - ২৬, ৫৯০/-



পদের নাম ঃ সাঁট - মুদ্রাক্ষরিক কাম -  কম্পিউটার
পদ সংখ্যা ঃ 0৮ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা ঃ স্নাতক  বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি এর গতি ইংরেজি ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং এ গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং Word Processing  সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঃ ১১,000 - ২৬, ৫৯০/-


পদের নাম ঃ অফিস সহকারী- কাম - কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ঃ 0১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা ঃ এইচ,এসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার টাইপিং এ গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ এবং Word Processing  সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঃ ৯,৩০০ - ২২, ৪৯০/-


আবেদন ফি জমা দান ঃ অন লাইনে আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে ২ টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।


অন-লাইনে আবেদন জমাদানের শুরু তারিখ ঃ ২৭ /০৯/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ টা হইতে
অন-লাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ঃ ২৬/১০/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল- ৫.০০ টা পর্যন্ত।



অন-লাইনে আবেদনের জন্য এই www.minland.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন ঃ








Post a Comment

0Comments

Post a Comment (0)