window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ | brebr job circular

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ | brebr job circular

Raaz Computer
By -
0

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) সাম্প্রাতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মোট- ৩ টি পদে মোট- ৪৯ জনকে নিয়োগ প্রদান করা হবে।বর্তমানে  সরকারি চাকরি সার্কুলার মধ্যে একটি। যে সকল প্রার্থীরা সরকারি চাকরির আবেদন করতে আগ্রহী সে সকল প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত মনোযোগ সহকারে পড়ুন।

brebr job circular

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ  ২০২৩

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে। আবেদন প্রসেস সম্পূর্ন  অনলাইন ভিত্তিক। কোনো প্রকার ডাক যোগে আবেদন পত্র গ্রহণ হবে না। অগ্রহী প্রার্থীরা সকল শর্ত সাপেক্ষ ও অনলাইন ভিত্তিক আবেদন সম্পূর্ণ করতে  হবে।

পদের নাম : সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা : ৩৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। পরীক্ষায় কোন প্রকার তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল- কোড : ২২,০০০ - ৫৩,০৬০ টাকা- কোড-০৯।


পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা : ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডাটা এন্ট্রি বিষয়ে টেস্টে উত্তীর্ণ।
বেতন স্কেল- কোড : ৯,৩০০ - ২২,০৬০ টাকা - কোড-১৬।


পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক- কাম- অফিস সহকারী
পদ সংখ্যা : ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল- কোড : ৯,৩০০ - ২২,০৬০ টাকা - কোড-১৬।


আবেদনের শর্তাবলী :
১নং পদে বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। ০২ ও ০৩ পদে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, নেত্রকোনা, জয়পুরহাট, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা।

প্রতিবন্ধী কোটা :
সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।

নতুন চকরির খবরের আপডেট পেতে : raazjobs.blogspot.com ভিজিট করুন।

আবেদন শুরুর তারিখ : ১২ অক্টোবর ২০২৩ খ্রি: সকাল ১০:০০ টা হইতে
আবেদন শেষের তারিখ : ০৫ নভেম্বর ২০২৩ খ্রি:।

আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :



Post a Comment

0Comments

Post a Comment (0)