window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Bangladesh post office Job 2023

বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Bangladesh post office Job 2023

Raaz Computer
By -
0

 বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ডাক বিভাগ ২০২৩ সাম্প্রতিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০২টি পদে মোট ০২ জনকে নিয়োগ করা হবে। সরকারি চাকরির আগ্রহী প্রার্থীরা নিয়োগের বিস্তারিত পড়ে আবেদন করতে পারেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত মনোযোগ সহকারে পড়ুন।


Bangladesh post office Job

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পদ সংখ্যা 

পদের নাম : ড্রাইভার (ভারী)
পদ সংখ্যা : ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোন  স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া ভারী মটর গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনায় ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৯,৭০০ - ২৩,৪৯০ টাকা।


পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা : ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোন  স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সুঠাম দেহ এবং সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল : ৮,২৫০০ - ২০,০১০ টাকা।


এতিম ও শারীরিক প্রতিবন্ধী : 
১নং পদের জন্য রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা ও ঢাকা প্রশাসনিক বিভাগের ফরিদপুর, মাদারী, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরিয়তপুর জেলা।

জেলা কোটা ঃ
ইতোমধ্যে কোটা পূর্ণ হওয়ায় ফরিদপুর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

    উক্ত জেলাগুলো বাদ দিয়ে খুলনা ও বরিশাল প্রশাসনিক বিভাগের অন্যান্য সকল জেলা ও ঢাকা প্রশাসনিক বিভাগের মাদারীপুর,  গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরিয়তপুর জেলার প্রার্থী উক্ত ২টি পদের জন্য আবেদন করতে পারবেন।


আবেদনের শর্তাবলী ঃ
বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। কোন প্রকার আবেদন হাতে হাতে বা ডাক যোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের  আবেদন সম্পূর্ন ২টি এস,এমএস মাধ্যমে সম্পূর্ন করতে হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে। বয়স সীমা ১৮ হতে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা/প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন শুরু তারিখ : ১৬ অক্টোবর ২০২৩ খ্রি: সকাল ১০:০০ টা ।
আবেদন শেষ তারিখ : ০২ নভেম্বর ২০২৩ খ্রি: বিকাল ৫:০০ ঘটিকা।

আগ্রহী প্রার্থীরা এই www.bdpost.gov.bd লিংকে প্রবেশ করে আবেদন করতে পারেন।

নতুন চাকরির আপডেট পেতে : Raaz Computer নিয়মিত ভিজিট করুণ।

আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন :

Bangladesh post office Job circular


Post a Comment

0Comments

Post a Comment (0)