window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি , নওগাঁ ২০২৩ | DC Office Job Circular 2023

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি , নওগাঁ ২০২৩ | DC Office Job Circular 2023

Raaz Computer
By -
0

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নওগাঁ 2023

জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ হতে সাম্প্রতিক 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট 12টি পদে 120 জনকে নিয়োগ করা হবে। 31.00.000.046.11.006.19.301 নম্বর স্মারকে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এর রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূণ্য পদসমূহ অস্থায়ীভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রচলিত নিয়োগিবিধি অনুযায়ী নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অলনাইনে আবেদন আহবান করা যাচ্ছে। 

জেলা প্রসাকের কার্যালয়ের পদ সমূহ ও শিক্ষাগতযোগ্যতা দেওয়া হলো :

পদের নাম : ড্রাফটসম্যান
পদ সংখ্যা : 2 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কোনো স্বীকৃত কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে অন্যূন 6 (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত।
বেতন স্কেল : 9700-23490/-

পদের নাম : নাজির কাম-ক্যাশিয়ার
পদ সংখ্যা : 2 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন    
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22490/-

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : 17 টি
শিক্ষাগত যোগ্যতা :শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন       
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-

পদের নাম : সার্টিফিকেট পেশকার
পদ সংখ্যা : 04 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন       
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-

পদের নাম : সার্টিফিকেট সহকারী
পদ সংখ্যা : 03 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন       
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-

পদের নাম : ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী
পদ সংখ্যা : 03 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন       
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-


পদের নাম : মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী
পদ সংখ্যা : 03 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন       
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-

পদের নাম : ট্রেসার
পদ সংখ্যা : 02 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অন্যুন 6 (ছয়) মাসের সার্টিফিকেট কোর্স 
      সনদপ্রাপ্ত
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন       
      হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-

পদের নাম : কার্যসহকারী
পদ সংখ্যা : 01 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ  মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে অন্যুন 6 (ছয়) মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স 
      সনদপ্রাপ্ত।
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(ঘ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যুনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন             হতে হবে।
বেতন স্কেল : 9,300-22,490/-

পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : 79 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : 8,250-20,010/-

পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা : 03 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : 8,250-20,010/-

পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা : 01 টি
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : 8,250-20,010/-

আবেদন শুরুর তারিখ : 20/09/2023 তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ : 10/10/2023 তারিখ রাত 11.59 টা পর্যন্ত।


আগ্রহী প্রার্থী আবেদন করা জন্য এই লিংকে প্রবেশ করুণ : http://dcnaogaon.teletalk.com.bd/

 

আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন :







Post a Comment

0Comments

Post a Comment (0)