window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে নিয়োগ | BTCL gov Job Circular 2023

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে নিয়োগ | BTCL gov Job Circular 2023

Raaz Computer
By -
0


বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি  লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড গত- ৩০অক্টোবর ২০২৩তারিখ সাম্প্রাতিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কো: মোট ২০৫ জনকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূন্ন অনলাইন ভিত্তিক। যে সকল প্রার্থীরা সরকারি জব সার্কুলার খুজছেন তাদের জন্য একটি সুখবর হতে  পারে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে নিচের সম্পূর্ন বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হলো বিস্তারিত ভালো ভাবে পড়ে আবেদন করতে পারেন। 

BTCL gov Job Circular






বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স সার্কুলার

বাংলাদেশের সকল জেলার সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার আমরা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে থাকি। আপনি যাবতীয় সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইটে Follow দিয়ে থাকতে পারেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স সার্কুলারের পদের নাম, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা সহ অনলাইন আবেদন প্রসেস সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো :

পদের নাম : জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল)
পদ সংখ্যা : ৬২ জন।
শিক্ষাগত যোগ্যতা  ও অভিজ্ঞতা : ইলেকট্রিক্যাল টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক টেকনোলজি/ পাওয়ার/ মেকানিক্যাল/ টেলিকমিউনিকেশন/ ডাটা টেলিকমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। যে সকল প্রার্থী  জিপিএ/সিজিপিএ ৫.০০ স্কেলে নূন্যতম ৩.৫ এবং ৪.০০ স্কেলে ২.৫ থাকতে হবে। কোন প্রকার তৃতীয় শ্রেণি / বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল/কোড : ২২,৪০০ - ৫৬,৬০৪ টাকা।

 
পদের নাম : জুনিয়র সহকারী ম্যানেজার (অর্থ / হিসাব / অডিট / রেভিনিউ) 
পদ সংখ্যা : ১২ জন।
শিক্ষাগত যোগ্যতা  ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং সহ এম.কম/ এম.বিএ/এম.বিিএস এ স্নাতক পর্যায়ে সিজিপিএ- ৪.০০ স্কেলে মধ্যে ২.৫০ এবং মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ - ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
বেতন স্কেল/কোড : ২২,৪০০ - ৫৬,৬০৪ টাকা।



পদের নাম : হিসাব রক্ষক
পদ সংখ্যা : ৩৪ জন।
শিক্ষাগত যোগ্যতা  ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং সহ বাণিজ্য বিভাগে ৪ বছরের স্নাতক ডিগ্রি ৪.০০ স্কেলে মধ্যে নূন্যতম ২.০০ থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বনিম্ন ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
 বেতন স্কেল/কোড : ১৬,৫২০ - ৪১,৭৪৫ টাকা।




পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা : ৯৭ জন।
শিক্ষাগত যোগ্যতা  ও অভিজ্ঞতা : স্বীকৃত ইন্সটিটিউট হতে বেতার/ বৈদ্যুতিক/ যান্ত্রিক শীতাতাপ এ বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল/কোড : ১৪,৫৬০ - ৩৬,৭৯২ টাকা।


BTCL gov Job Circular 

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির নিয়োগে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতার আলোাকে আপনি যদি নির্বাচিত প্রার্থী হিসাবে মনে করেন তাহলে দেরি না করে আবেদন করুণ। সকল আবেদন প্রসেস অনলাইন ভিত্তিক। তাই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করুণ :


আবেদন শুরু তারিখ : ০৫ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ সকাল- ১০:০০ টা হইতে
আবেদন শেষ তারিখ : ১৯ নভেম্বর ২০২৩ খ্রি. বিকাল- ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন : আবেদন করুণ


আরোও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুণ : নিয়োগ বিজ্ঞপ্তি


আবেদনকারীরা  অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর, আগামী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদনকারী ইজার আইডি ব্যবহার করে আবেদন ফি পরিশোধ পূর্বক ২টি এসএমএস এর মাধ্যমে সম্পূর্ন  করতে হবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)