window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞা 2023 | brac Ngo job cricular 2023

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞা 2023 | brac Ngo job cricular 2023

Raaz Computer
By -
0


 ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞা 2023

ব্র্যাক এনজিও সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সাম্প্রতিক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা নির্দিষ্ট নয়। নিয়োগ বিজ্ঞপ্তি আগামী ০৬ নভেম্বর ২০২৩ তারিখে আবেদন প্রসেস শেষ হবে। বাংলাদেশের সকল জেলার আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন প্রসেস অনলাইন ভিত্তিক।যে সকল প্রার্থীরা ব্র্যাক এনজিও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি খুজছেন তাদের জন্য এটি ভালো সার্কুলার হতে পারে। আবেদন করতে আগ্রহী হলে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পড়ে আবেদন করতে পারেন।

brac NGO Job Circular



ব্র্যাক এনজিও নিয়োগ সার্কুলার ২০২৩

ব্র্যাংক এনজিও বাংলাদেশের বৃহ উন্নয়ন সংস্থার মধ্যে একটি। যা বাংলাদেশের দারিদ্র ক্ষতায়নে সর্বদা নিবেদিত। বর্তমানে ব্র্যাক এনজিও সংস্থা তাদের জনবল কাঠামো বাড়ানোর লক্ষ্যে চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির পদে আবেদন করতে নিচে দেওয়া আবেদন করুণ বাটনে ক্লিক করে আবেদন করতে পারে।


ব্র্যাক এনজিও ২০২৩ নিয়োগ সার্কুলার 
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি সার্কুলার প্রতিনিয়ত আপডেট করে থাকি। ব্র্যাক েএনজিও বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তজার্তিক দাতব্য সংস্থা। তাদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, যাবতীয় তথ্য নিচে আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা মনোযোগ সহকারে পড়ে আবেদন করতে পারেন।

পদের নাম : ফিল্ড এ্যাসিটেন্ড
পদ সংখ্যা : নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচ/ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ও সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল : কক্সবাজার (উখিয়া)
বয়সীমা : সর্বনিম্ন ১৮ বছর।
সাধারণ সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা সহ কোম্পানীর নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। 
বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে।


চলমান বিজ্ঞপ্তি :

ব্র্যাক এনজিও নিয়োগ সার্কুলারে আবেদন করার পদ্ধতি 

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে থাকেন ও বুঝে থাকেন। এবং আপনি যদি একজন যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হন তাহলে দেরি না করে আবেদন করুণ। আবেদন করতে প্রার্থীকে অবশ্যই তাদের দেওয়া নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে হবে। আবেদন প্রসেস অনলাইন ভিত্তিক। আগ্রাহী প্রার্থীরা আবেদন করতে বিডিজবস.কম এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। অন্যথা  আমার দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন। নিচে আবেদন লিংক দেওয়া  হলো।


আবেদন শুরু তারিখ : আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।
আবেদন শেষ তারিখ :  ০৬ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।


আগ্রহী প্রার্থীরা আবেদন করতে আবেদন করুণ লিংকে ক্লিক করুণ : আবেদন করুণ

আরোও বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ : নিয়োগ বিজ্ঞপ্তি




Post a Comment

0Comments

Post a Comment (0)