window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | bwdb job circular

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | bwdb job circular

Raaz Computer
By -
0

 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১৮ অক্টোবর ২০২৩ খ্রি: তারিখে সাম্প্রাতিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদ সমূহে সম্পূর্ণ শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। মোট ১টি পদে ১১১ জনবল নিয়োগ করা হবে। বর্তমানে দেখা সরকারি চাকুরির মধ্যে সেরা একটি সার্কুলার। আগ্রহী প্রার্থীকে অবশ্যই অনলাইনের ভিত্তিতে আবেদন সম্পূর্ণ করতে হবে। যে সকল প্রার্থীরা চাকরির সরকারির মাধ্যমে বেকারত্ব ঘোচাতে চাচ্ছেন তাদের জন্য এটি ভালো সুযোগ হতে পারে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শর্তাবলী সাপেক্ষে আবেদন করতে হবে। সে কারণে আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত মনযোগ সহকারে পড়ুন।

bwdb job circular

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা ২০২৩

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং আবেদন প্রসেস অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করে নির্ধারিত ফি পরিশোধ পূর্বক আবেদন সম্পূর্ন করতে হবে। কোনো প্রকার আবেদন হাতে হাতে বা ডাকযোগে গ্রহণ যোগ্য হবে।

পদের নাম : সহকারী প্রকৌশলী।
পদ সংখ্যা : ১১১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :  স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, পানি, সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা উল্লেখিত বিষেয় Associate Member of the Institute of Engineers of the Institute of Engineers (AMIE)  এর সেকশনে ‘এ’ ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
বেতন স্কেল- কোড :  ২২,০০০ - ৫৩,০৬৯ টাকা, কোড- ৯।


আবেদনের শর্তাবলী :
  • বয়সসীমা ০১ অক্টোবর ২০২৩ খ্রি: তারিখে আবেদনকারী বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারিরীক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আবেদন প্রসেস অনলাইন ভিত্তিক।

চলমান নতুন সার্কুলার :


আবেদন শুরু তারিখ : ১৯ অক্টোবর ২০২৩ খ্রি: বিকাল- ৪:০০ টা হইতে
আবেদন শেষ তারিখ : ১৯ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত।


আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য আবেদন করুণ লিংকে ক্লিক করুণ : আবেদন করুণ



আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করুন : অফিসিয়াল ওয়েব সাইট


আবেদনকারীরা অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর, আগামী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদনকারী ইজার আইডি ব্যবহার করে আবেদন ফি পরিশোধ পূর্বক ২টি এসএমএস এর মাধ্যমে সম্পূর্ন  করতে হবে।





 

Post a Comment

0Comments

Post a Comment (0)