window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | CBCN Job Circular

কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | CBCN Job Circular

Raaz Computer
By -
0

 কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কাস্টমস বন্ড কমিনারেট নিয়োগ বিজ্ঞপ্তি 2023 ইংরেজি ২২ অক্টোবর ২০২৩ খ্রি: একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগ করা হবে। মোট- ৯টি পদে ৬১জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন ভিত্তিক। বাংলাদেশের সকল জেলার নারী/পুরুষের আবেদন করা সুযোগ রয়েছে। যে সকল প্রার্থী সরকারি চাকরির সার্কুলার খুজছেন তাদের জন্য এটি একটি সুখবর হতে পারে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন প্রসেস ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত মনোযোগ সহকরে পড়ে আবেদন করতে পারেন।


CBCN Job Circular


CBCN Job Circular 2023

কাস্টমব বন্ড কমিনারেট নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্তাবলী স্বাপেক্ষে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যেই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীদের আবেদন করতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। কোনো প্রকার ডাকযোগে আবেদন গ্রহণ যোগ্য হবে না।নিচে পদ সংখ্যা, বেতন, ও শিক্ষাগত যোগ্য ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো :


পদের নাম : কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০৩ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমমানের ডিগ্রি।কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল- কোড : ১১,০০০- ২৬,৫৯০ টাকা, কোড : ১৩


পদের নাম : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা : ০১ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে  স্নাতক  বা সমমমানের ডিগ্রি।কম্পিউটার ব্যবহারে দক্ষতা।সাঁটলিপিতে  মিনিটে  ইংরেজি ও বাংলা গতি ৮০ ও ৫০ শব্দ ।কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ।
বেতন স্কেল- কোড : ১১,০০০- ২৬,৫৯০ টাকা, কোড : ১৩


পদের নাম : উচ্চমান সহকারী
পদ সংখ্যা : ১০ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে  স্নাতক  বা সমমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ ।
বেতন স্কেল- কোড : ১০,২০০- ২৪,৬৮০ টাকা, কোড : ১৪


পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিত কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা : ০১ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে  স্নাতক  বা সমমমানের ডিগ্রি।কম্পিউটার ব্যবহারে দক্ষতা।সাঁটলিপিতে  মিনিটে  ইংরেজি ও বাংলা গতি ৭০ ও ৪৫ শব্দ ।কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ।
বেতন স্কেল- কোড : ১০,২০০- ২৪,৬৮০ টাকা, কোড : ১৪



পদের নাম : ক্যাশিয়ার
পদ সংখ্যা : ০১ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে Word Processing   সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 
বেতন স্কেল- কোড : ১০,২০০- ২৪,৬৮০ টাকা, কোড : ১৪



পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ০৮ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত  বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিকক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল- কোড : ৯,৩০০- ২২,৪৯০ টাকা, কোড : ১৬



পদের নাম : ড্রাইভার
পদ সংখ্যা : ০৬ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত  বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ হালকা লাইসেন্সধারী হতে হবে।
বেতন স্কেল- কোড : ৯,৩০০- ২২,৪৯০ টাকা, কোড : ১৬


পদের নাম : সিপাই
পদ সংখ্যা : ২৪ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত  বোর্ড হতে  মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা পুরুষ নূন্যতম- ৫ ফুট ৪ ইঞ্চি মহিলা নূন্যতম ৫ ফুট ২ ইঞ্চি বুকের মাপ নূন্যতম ৩০-৩২ ইঞ্চি (উভয় ক্ষেত্রে)।
বেতন স্কেল- কোড : ৮,৮০০- ২১,৩১০ টাকা, কোড : ১৮


পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০৭ জন। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত  বোর্ড হতে  মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
বেতন স্কেল- কোড : ৮,২৫০- ২০,০১০ টাকা, কোড : ১৮


চলমান নতুন বিজ্ঞপ্তি :



আবেদনের শর্তাবলী জেলা ভিত্তিক ঃ
১ থেকে ৯নং পদের জন্য কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর), ঢাকার অধিক্ষেত্রাধীন জেলাসমূহ অর্থাৎ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিং, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ এর স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।


আবেদন শুরুর তারিখ : ২৩ অক্টোবর ২০২৩ খ্রি : সকাল- ১০:০০ টা হইতে
আবেদন শেষের তারিখ : ২২ নভেম্বর ২০২৩ খ্রি: বিকাল- ০৪:০০ টা পর্যন্ত।

আবেদন করা জন্য আবেদন করুণ লিংকে ক্লিক করুণ : আবেদন করুণ


বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করুণ : ভিজিট করুণ




আবেদনকারীরা  অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর, আগামী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদনকারী ইজার আইডি ব্যবহার করে আবেদন ফি পরিশোধ পূর্বক ২টি এসএমএস এর মাধ্যমে সম্পূর্ন  করতে হবে।




Post a Comment

0Comments

Post a Comment (0)