window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); নতুন পাসপোর্ট আবেদন সংক্রান্ত তথ্য

নতুন পাসপোর্ট আবেদন সংক্রান্ত তথ্য

Raaz Computer
By -
0

জানুন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ই পাসপোর্ট ফি কত এবং পাসপোর্ট ফি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর।

আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান অথবা, পুরাতন পাসপোর্ট রিনিউ করতে চান, আপনার জানা দরকার ই পাসপোর্ট ফি কত। এখানে বলব বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়াদের ও পৃষ্ঠা সংখ্যার পাসপোর্ট করতে কট টাকা লাগবে এবং বাড়তি কোন টাকা লাগবে কি না।

বর্তমানে বাংলাদেশের  প্রায় সব জেলাতেই ই পাসপোর্ট সুবিধা রয়েছে। আপনি অনলাইন থেকেই নিজেই নির্ভূলভাবে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।


পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাছাড়া নিজে অনলাইনে আবেদন করতে না পারলে কোন অনলাইন সেবার দোকানে করালে বাড়তি ২০০ টাকা খরচ হতে পারে। এই খরচ ব্যতীত পাসপোর্ট অফিসে কোন অতিরিক্ত ফি নেই।

পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারীর ধরণ সাধারণ বা জরুরী অনুসারে ফি ভিন্ন হয়। নিচে দেখুন ই পাসপোর্ট ফি কত।




ই-পাসপোর্ট ফি কত

ডেলিভারী48 Pages48 Pages64 Pages64 Pages
5 Years10 Years5 Years10 Years
রেগুলার৪,০২৫ টাঃ৫,৭৫০ টাঃ৬,৩২৫ টা৮,০৫০ টা
এক্সপ্রেস৬,৩২৫ টাঃ৮,০৫০ টাঃ৮,৬২৫ টা১০,৩৫০ টা
সুপার এক্সপ্রেস৮,৬২৫ টাঃ১০,৩৫০ টাঃ১২,০৭৫ টা১৩,৮০০ টা


ই পাসপোর্ট ফি
  • উপরোক্ত সকল ফি’র মধ্যে ১৫% ভ্যাট অর্ন্তভূক্ত আছে
  • সরকারি চাকরিজীবিদের যাদের NOC আছে বা অবসর সনদ আছে, তারা রেগুলার ফি দিয়ে জরুরী     সুবিধা পাবেন। সরকারী চাকরীজীবিদের জন্য জরুরী আবেদন প্রযোজ্য নয়।

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে রেগুলার ডেলিভারীতে ৪৮ পাতার পাসপোর্ট ৫,৭৫০ টাকা ও ৬৪ পাতার পাসপোর্ট ৮,০৫০ টাকা ফি পরিশোধ করতে হয়। তাছাড়া জরুরী বা এক্সপ্রেস ডেলিভারিতে ৪৮ পাতা ৮,০৫০ টাকা ও ৬৪ পাতা ১০,৩৫০ টা ফি এ চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়।

E-passport করার জন্য কোন দালাল ধরতে হবে না। আপনি নিজে অনলাইনে আবেদন করতে না পারলে স্থানীয় কোন অনলাইন সেবার প্রতিষ্ঠান বা দোকানে গিয়ে আবেদন করিয়ে নিন।

Passport Website Link : https://www.epassport.gov.bd/landing


অনলাইনে পাসপোর্ট আবেদন

এরপর ব্যাংকে পাসপোর্ট ফির চালান জমা দিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে যান। নিজের কাজ নিজে করতে শিখুন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তীতে কাজে লাগবে।

আপনি নিজেও ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন এ চালানের মাধ্যমে। নিচের বাটনে ক্লিক করে দেখে নিন কিভাবে অনলাইনে ই পাসপোর্ট ফি জমা দিবেন।

ই-পাসপোর্ট ফি নিয়ে কিছু সচরাচর প্রশ্ন

ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে?

ই-পাসপোর্টের মেয়াদ, পাতার সংখ্যা ও ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি ভিন্ন হয়ে থাকে। সাধারণ আবেদনে ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ফি ৪০২৫ টাকা। ই-পাসপোর্ট ফি (E-passport Fee) 

ঘরে বসে কিভাবে ই-পাসপোর্ট ফি জমা দেব?

“এ-চালান” সফটওয়্যার এর মাধ্যমে আপনি ঘরে বসেই, বিকাশ, রকেট, সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনার ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এজন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবেনা। 


পাসপোর্ট ব্যাংক ড্রাফট কত?

পাসপোর্ট করতে এখন ব্যাংক ড্রাফট নয় বরং অটোমেডেট চালান প্রয়োজন হয়। পাসপোর্ট ও ডেলিভারীর ধরণ অনুসারে চালান পরিশোধ করতে হয়। ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট সাধারণ ডেলিভারীতে ভ্যাটসহ ৪০২৫ টাকার চালান পরিশোধ করতে হয়।










Post a Comment

0Comments

Post a Comment (0)