window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-6795S2HY1J'); মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – ৭৩২টি শূন্যপদে

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – ৭৩২টি শূন্যপদে

Raaz Computer
By -
0


মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department Of Fisheries Job Circular 2023 মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক ৭৩২টি শূন্যপদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dof.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। সকল প্রার্থী শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহন করা হবে না।

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ মোট ৩২টি ক্যাটাগরিতে  ৭৩২টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ৩১ আগস্ট ২০২৩। আবেদন শুরু ০৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৩ইং। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। মৎস্য অধিদপ্তর নিয়োগ আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে এছাড়া অন্য মাধ্যমে আবেদন করলে কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে আবেদন শুরু হওয়ার পর আবেদন করুন। কেননা অনেক সময় দেখা যায় শেষ দিকে সার্ভার সমস্যা হয়। তাই শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Dof Job Circular 2023

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যা আপনার নিয়োগ পরীক্ষায় কাজে লাগতে পারে, তা হল মৎস্য অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মৎস্য অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মৎস্য অধিদপ্তর কার্যাবলি মূলত কি? 

মৎস্য অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মৎস্য অধিদপ্তর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। 

এছাড়া আপনি নিয়োগ পরীক্ষার অন্যান্য প্রস্তুরি ছাড়া যে পদে আবেদন করবেন সে পদের দায়িত্ব ও কর্তব্যেসহ সকল বিষয় জ্ঞান রাখুন বা জানুন এতে আপনার ভাইভা পরীক্ষায় কাজে লাগতে পারে। আমাদের চাকরির প্রস্তুতি পেজ দেখুন আমরা আস্তে আস্তে আরো প্রস্তুতি পড়া দিবো। Department Of Fisheries Job Circular 2023

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিবরন

প্রতিষ্ঠানের নামঃমৎস্য অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ৩১ আগস্ট ২০২৩
বিজ্ঞপ্তি সংখ্যাঃ ১টি
প্রকাশ সূত্রঃবাংলাদেশ প্রতিদিন
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ৩২টি
শূন্যপদঃ৭৩২টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ০৭ সেপ্টেম্বর ২০২৩ইং
আবেদনের শেষ তারিখঃ১০ অক্টোবর ২০২৩ ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই

পটুয়াখালী জেলার প্রার্থীগণের (ক্রমিক নং ০১ হতে ক্রমিক নং ১৭ পর্যন্ত) আবেদন করার প্রয়োজন নেই 

তবে (ক্রমিক নং ০১ হতে ক্রমিক নং ১৭ পর্যন্ত) শুধুমাত্র সরকারি/বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

গাইবান্ধা, ঝালকাঠি, শরীয়তপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার প্রার্থীগণের (ক্রমিক নং ১৮ হতে  ক্রমিক নং ৩২ পর্যন্ত) আবেদন করার প্রয়োজন নেই।

তবে (ক্রমিক নং ১৮ হতে  ক্রমিক নং ৩২ পর্যন্ত) শুধুমাত্র সরকারি/বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


আবেদন করার জন্য এই লিংকে প্রবেশ করুণ : http://dof.teletalk.com.bd/


আরো বিস্তারিত জানতে চাইলে নিচের অফিসিয়াল নোটিশটি দেখতে পারেন ঃ











Post a Comment

0Comments

Post a Comment (0)